দোকানের শাটার কেটে সোনার দোকানে চুরির চেষ্টায় চাঞ্চল‍্য

24th January 2020 বাঁকুড়া
দোকানের শাটার কেটে সোনার দোকানে চুরির চেষ্টায় চাঞ্চল‍্য


 বাঁকুড়া থানার অন্তর্গত মাকুর গ্রাম আজ ভোরে কয়েকজন ডাকাতের টিম একটি সোনা দোকানে শাটার ভেঙে ঢুকে পড়ে ভিতরে থাকা সোনার দোকানের ভল্ট কেটে  ডাকাতির চেষ্টা করে  বাঁকুড়া সদর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাঁকুড়া সদর থানার টহলদারি রাতের পুলিশ ভ্যান  এলাকায় গেলে এলাকায় গেলে পুলিশ ঘটনাস্থলে পৌছলে তিনজনের ডাকাত দল তারা বন্দুক উঁচিয়ে পুলিশের পুলিশের দিকে তেড়ে আসে পুলিশ ও সঙ্গে সঙ্গে ডাকাতদলের দিকে তেরে গেলে ডাকাতরা বন্দুক উঁচিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশের তারানি কে একজন ডাকাত পড়ে যায় পুলিশ তাকে হাতেনাতে আগ্নেয়াস্ত্রসহ ধরে ফেলে তার কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক সহ ন রাউন্ড কার্তুজ উদ্ধার করে বাকি দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সক্ষম হয় পুলিশ ডাকাত থেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তারা কোথা থেকে এসেছিল এবং কি কারনে ওই এলাকায় ডাকাতির করার ছক করেছিল গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ অন্যদিকে বাঁকুড়া মাকুর গ্রাম এলাকার ব্যবসায়ীরা তাদের একটা আতঙ্ক এই এলাকায় ব্যবসাদারদের রাতে এখানে বন্দুকধারী পুলিশের ব্যবস্থা করা হোক এই ডাকাতির ঘটনার পরে এলাকায় ব্যবসায় যারা আতঙ্কিত

            ছবি - দেবব্রত মন্ডল 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।